শুক্রবার প্রধানমন্ত্রী হাসিনার ভাষণ, জাতির উদ্দেশ্যে

অস্থির রাজনৈতিক অবস্থার মধ্যে শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধানমন্ত্রীর এই ভাষণ সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর এ ভাষণে রাজনৈতিক সঙ্কটের সমাধান হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচন পদ্ধতি নিয়ে দুই দলের টানাপড়েনের মধ্যেই প্রধানমন্ত্রী আজ এ বিষয়ে তার অবস্থান তুলে ধরবেন।

ঈদের পর দিন সকাল থেকেই কার্যত অবরুদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সেখানে পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ প্রহরা বসানো হয়েছে। সেখানে নেতাকর্মীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে ও বের হতে দেয়া হচেছ না। ২৪শে অক্টোবরের পর বিরোধী দলের আন্দোলনের হুমকির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এ বাড়তি সতর্কতা জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Your browser doesn’t support HTML5

শুনুন আমির খসরুর প্রতিবেদন