অভিবাসীদের দুঃখ, দুর্দশা লাঘব করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান শেখ হাসিনার

অভিবাসীদের দুঃখ, দুর্দশা লাঘব করে তাদের মর্যাদা সুনিশ্চিত এবং নিরাপত্তা সুরক্ষা করতে একযোগে কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকায় তিন দিন ব্যাপী গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি)এর নবম সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন অভিবাসীরা যেন নিরাপদে চলাফেরা এবং কাজ করতে পারেন সে বিষয়টও নিশ্চিত করা দরকার।

তিনি বলেন অভিবাসন আর কোনোভাবেই ‘আমাদের’ বা ‘তাদের’ মধ্যেকার বিষয় নয় বরং এটা সব মানুষের এবং সব রাষ্ট্রের সমৃদ্ধি ও কল্যাণ সম্পর্কিত বিষয়।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আইওএম এর মহাপরিচালক অ্যাম্বাসেডর উইলিয়াম লেসি সুইং বলেন, অনিয়মিত এবং অনিরাপদ অভিবাসীদের নিয়মিত এবং নিরাপদ করাটা একটিবড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব সম্প্রদায়কে এক সাথে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

সম্মেলনে ১২৫টি দেশ, ৩০টির বেশি আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

Your browser doesn’t support HTML5

অভিবাসীদের দুঃখ, দুর্দশা লাঘব করতে বিশ্ব নেতাদের প্রতি আহবান শেখ হাসিনার