হ্যালো ওয়াশিংটন: বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের প্রেক্ষিতে শিক্ষাংগনে এর প্রভাব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষিতে দেশের শিক্ষা ব্যবস্থা যে হুমকীর মুখে তা বলাই বাহুল্য। শিক্ষাংগনের সুস্থ পরিবেশ বজায় থাকুক সেটা শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ আপামর জনগণ চাইলেও আপাত দৃষ্টিতে এখন তা প্রায় অসম্ভব। সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল “বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের প্রেক্ষিতে শিক্ষাংগনে এ প্রভাব।”

Your browser doesn’t support HTML5

Hello Washington

আজকের আলোচনায় অংশ নিয়েছেন শিক্ষাংগনের তিন বিশেষজ্ঞ।
বাংলাদেশ থেকে রাশিদা কে চৌধুরী। ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন বা CAMPE-র নির্বাহী পরিচালক। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক।

বাংলাদেশ থেকে আরো যোগ দিয়েছেন, প্রফেসার মাহবুবুল মোকাদ্দেম আকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক।

আমেরিকার ইলিনয় রাজ্য থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রফেসার আলি রিয়াজ। ডঃ রিয়াজ ইলিনয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান ।

হ্যালো ওয়াশিংটনে অংশগ্রহণকারী শ্রোতাদের ধন্যবাদ।

Your browser doesn’t support HTML5

Hello Washington