হ্যালো ওয়াশিংটনঃ রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য পরিচর্যা এবং অপুষ্টি

আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় “রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য পরিচর্যা এবং অপুষ্টি।”
আজ আমাদের অনুষ্ঠানে ৩’জন বিশেষ অতিথি,। বাংলাদেশের কক্সবাজারের চকোরিয়াথেকে যোগ দিচ্ছেনডঃ নুসরাত জাহান নিতু। তিনি পপুলার ডায়াগনিষ্টিক এন্ড ডক্টরস চেম্বারের চিকিৎসক। কক্সবাজারের রামু থেকে যোগ দিচ্ছেন ডঃ মিজবাহ উদ্দিন আহমদ ।তিনি কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন ‘দৈনিক আমাদের সময়' সংবাদপত্রের স্থানীয় রিপোর্টারসারওয়ার আজম মানিক।
আমরা সবাই মোটামুটি জানি রহিংগা শরনার্থী শিবিরে যারা আছেন মোটামুটি সবারই স্বাস্থ্যগত বহু সমস্যা রয়েছে। দীর্ঘ দিন অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন এবং মানবেতর জীবন যাপন করছেন। এদেরসাহায্যের জন্য যাকিছু দরকার তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল---স্বাস্থ্য পরিসেবার মানও তেমন একটা ভাল নয় বললেই চলে।আমরা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে প্রথমেই আমরা রহিংগাদের কি ধরনের স্বাস্থ্য পরিসেবা দেওয়া হচ্ছে এবং কেন এদের স্বাস্থ্য পরিসেবার ওপরে দৃষ্টি দেওয়া প্রয়োজন সে বিষয়টি জেনে নেই। বিস্তারিত শোনার জন্য অডিওতে চাপ দিন।

Your browser doesn’t support HTML5

HW