শিশুদের প্রাথমিক শিক্ষা এবং স্কুলের প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রম


আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল ‘“শিশুদের প্রাথমিক শিক্ষা এবং স্কুলের প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রম।" দেশ-কাল-পাত্র নির্বিশেষে বিশ্বময় শিক্ষার যে কোন বিকল্প নেই তা আমরা সবাই এক বাক্যে মেনে নেব। কিন্তু প্রকৃত শিক্ষার আলো কি সবার ঘড়ে ঘড়ে পৌঁছাচ্ছে? আমাদের ছেলে মেয়েরা কি সুশিক্ষা পাচ্ছে? সম্প্রতি ইউনেস্কোর একটি হিসেব অনুযায়ী দেখা যায় বিশ্বময় ৬১৭ মিলিয়ন শিশু কিশোর প্রাইমারী এবং মাধ্যমিক স্কুলে একেবারে প্রাথমিক পর্যায়ের বই পড়াতে পারে না। আবার এদের বিরাট একটা অংশ স্কুলে ও যায় না।এই সমস্যা কেবল কেবল মাত্র একটি দেশের জন্য প্রজয্য নয়।এই সমস্যা আমাদের সবার। আলোচকেরা ছিলেন প্রফেসার মোহম্মদ জিয়াউল হক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা শিশু হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রের শিশু মনোবিজ্ঞানী মিজফাইজা আহমেদ।

Your browser doesn’t support HTML5

HW