হ্যালো ওয়াশিংটন: প্রবাসে বাংলাদেশি কর্মজীবী ও শ্রমিকদের সমস্যা

আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় ছিল প্রবাসে বাংলাদেশি কর্মজীবী ও শ্রমিকদের সমস্যা।
আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের ২ জন বিশেষ অতিথি ছিলেন।

ড: জাফর আহমেদ খান, হচ্ছেন বাংলাদেশের প্রবাসি কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের সচীব।

আমাদের সঙ্গে আরও যোগ দেন সৈয়দ সাইফুল হক। তিনি ওয়ারবি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি। ওয়ারবি (WARBE) হচ্ছে Welfare Association of Repatriated Bangladeshi Employees।
শ্রোতারা আজকের হ্যালো ওয়াশিংটনে প্রবাসে বাংলাদেশি কর্মজীবী ও শ্রমিকদের সমস্যা বিষয়ে মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন। মালায়েশিয়া, বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড ও অন্যান্য স্থান থেকে লোকজন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।

Your browser doesn’t support HTML5

হ্যালো ওয়াশিংটন