হ্যালো ওয়াশিংটন: সুন্দরবনে তেল নিঃসরণ ও পরিবেশ দূষণ

A Bangladeshi tanker sinks in the Sela River in the Sundarbans, spreading oil that threatens the environment, Dec. 9, 2014.

আজ বুধবার হ্যালো ওয়াশিংটনের বিষয়: সুন্দরবনে তেল নিঃসরণ ও পরিবেশ দূষণ।

আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিন বিশেষ অতিথি ছিলেন।

আমাদের সঙ্গে যোগ দেন ড: আতিক রহমান। তিনি Bangladesh Centre for Advanced Studies এর নির্বাহী পরিচালক। ড: রহমান একজন বিজ্ঞানী ও বিশিষ্ট পরিবেশবিদ।

আমাদের সঙ্গে আরও যোগ দেন অ্যাডভোকেট সাইদা রিজওয়ানা হাসান। তিনি Bangladesh Environment Lawyers Association এর নির্বাহী পরিচালক।

আমাদের সঙ্গে আরও যোগ দেন কলকাতার বিশিষ্ট পরিবেশবিদ ও সক্রিয়কর্মী সুভাষ দত্ত।

শ্রোতারা আজকের হ্যালো ওয়াশিংটনে সুন্দরবনে তেল নিঃসরণ ও পরিবেশ দূষণ বিষযে মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে লোকজন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।

Your browser doesn’t support HTML5

হ্যালো ওয়াশিংটন