হ্যালো ওয়াশিংটন: তেল আভিভ থেকে জেরুসালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরণ / মধ্যপ্রাচ্য পরিস্থিতি

The mother of a Leila al-Ghandour (C), a Palestinian baby of 8 months who according to Gaza's health ministry died of tear gas inhalation during clashes in East Gaza the previous day, holds her at the morgue of al-Shifa hospital in Gaza City on May 15, 20

আজ বুধবার ১৬ই মে, আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল “তেল আভিভ থেকে জেরুসালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরণ / মধ্যপ্রাচ্য পরিস্থিতি।”

Your browser doesn’t support HTML5

হ্যালো ওয়াশিংটন

আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি ছিলেন ড. সাইদ ইফতেখার আহমেদ এবং ড. ইমতিয়াজ আহমেদ।

Dr. Sayeed Iftekhar Ahmed

রাজনৈতিক বিশ্লেষক ড: সাইদ ইফতেখার আহমেদ, আমেরিকান পাবলিক ইউনিভারসিটির, স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিস এর অ্যাডজাংক্ট

Dr. Imtiaz Ahmed

ফ্যাকালটি।

ড. ইমতিয়াজ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক।

আজকের হ্যালো ওয়াশিংটনে, “তেল আভিভ থেকে জেরুসালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরণ / মধ্যপ্রাচ্য পরিস্থিতি” সে বিষয়ে ভারত, বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য শহর থেকে শ্রোতারা মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।