ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাব এবং সমাজকল্যাণ, সমাজ উন্নয়ন কর্মসুচী নিয়ে আলোচনা

আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়ঃ ভয়েস অফ আমেরিকার ফ্যান ক্লাব এবং সমাজকল্যাণ, সমাজ উন্নয়ন কর্মসুচী।

আজকের অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া ও নিউইয়র্ক থেকে বেশ কয়েকজন শ্রোতাসংঘ সংগঠক।

voa 6

নিউইয়র্ক থেকে আকবর হায়দার কিরণ, সিডনী থেকে ডঃ শফিকুর রহমান, ঢাকা থেকে নাসরীন হুদা বিথী, চট্টগ্রাম থেকে আবু সুফিয়ান চৌধুরী, খুলনা বিভাগীয় ফ্যান ক্লাবের মোহাম্মদ আবদুল্লা, পশ্চিম দিনাজপুর, পশ্চিমবঙ্গের শ্রোতাসংঘ সংগঠক দেবাশিষ গোপ, পানিহাটি কলকাতার সুতপা দাস, আর কলকাতা থেকে পল্লব মুখোপাধ্যায়। সেই সঙ্গে বক্তব্য-প্রশ্ন নিয়ে যোগ দিয়েছেন সবুজ মাহমুদ।

voa fan club 2

প্রানবন্ত এই আলোচনায় শ্রোতারা, যারা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বেতার অনুষ্ঠান শুনে শ্রোতাসংঘ গড়ে তুলেছেন, যাদের কাছে এ হচ্ছে অপূর্ব এক বিনোদন ব্যবস্থা, তারাই এর কারণ ব্যাখ্যা করলেন, বিস্তারিত বিবরণ তুলে ধরেন। ফ্যানক্লাবের সদস্যরা লেখাপড়া, নিয়মিত কাজকর্মের পাশাপাশি বিভিন্ন কর্মসুচী নিয়ে ব্যস্ত। আর সেইসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে – বৃক্ষরোপন, রক্তদান কর্মসুচী, শীতকালে শীতবস্ত্র বিতরণ, গরীব শিক্ষার্থীদের বইপত্র, খাতা পেন্সিল দিয়ে সাহায্য করা, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, পোলিও ও অন্যান্য রোগের টিকাদান কার্যক্রমে অংশগ্রহণ। বছরের নানা দিবস পালন যেমন – ধুমপান নিবারণ, পরিচ্ছন্নতা দিবস। আর মাস বা সপ্তাহের কোন একটি দিন নিজেদের মধ্যে দেশ-বিদেশের খবরাখবর নিয়ে আলোচনা। হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সব অনুষ্ঠান, সকল পরিবেশনা শ্রোতাদর্শকের ভাল লাগার জন্য। অনুষ্ঠান পরিচালনা করেন রোকেয়া হায়দার:

voa fan club 4