নাসিরনগরে আবারও এক হিন্দু পরিবারের বাড়ীতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে

বাংলাদেশের পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে রোববার ভোরে আবারও এক হিন্দু পরিবারের বাড়ীতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সম্প্রতি নাসিরনগরের উপদ্রুত এলাকা সফর করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান সেখানকার হিন্দু সম্প্রদায়ের লোকদের নিরাপত্তা বিধান এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দেয়ার মাত্র কয়েকদিনের মধ্যে রোববারের এ ঘটনা ঘটলো।

পুলিশ জানিয়েছে, জেলে ছোট্টু লাল দাসের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হন নাই। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে দুই দফা ওই এলাকায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের অন্তত ১১ টি মন্দিরে ভাংচুর চলায় এবং তাঁদের শতাধিক বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। আহত হন অনেকে।

এই দুই ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ এপর্যন্ত ৭৮ জনকে গ্রেফতার করেছে। সংখ্যালঘুদের ওপর সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় হামালার প্রতিবাদে রোববারও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

নাসিরনগরে আবারও এক হিন্দু পরিবারের বাড়ীতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে