বিজেপি বিধায়কদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানিয়ে দেওয়া হয়েছে, এবার বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। সেই সঙ্গে ভোটে পরাজিত বিজেপি প্রার্থীদেরও নিরাপত্তার মেয়াদ বাড়ানো হতে পারে। উল্লেখ করা যেতে পারে গত ২ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজনৈতিক সংঘর্ষের বলি হয়েছেন অন্তত ১৬ জন। যার মধ্যে তৃণমূল, বিজেপির পাশাপাশি মৃত্যু হয়েছে আইএসএফ কর্মীরও।

Your browser doesn’t support HTML5

বিজেপি বিধায়কদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক

এমন পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য সফরে গিয়েছিলেন। নিহতদের পরিবারের সঙ্গে দেখাও করেছিলেন। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ও চাকরির ঘোষণা করেছেন। তবে বিজেপির দাবি, ভোটের পর পশ্চিমবঙ্গে যেভাবে হিংসার বাতাবরণ তৈরি হয়েছে, তা যথেষ্ট চিন্তার। শাসকদলের বিরুদ্ধে লাগামহীন সন্ত্রাসের কথা মাথায় রেখে বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।