থাইল্যান্ড সরকার হংকং-এর  সক্রিয় কর্মী ওয়াংকে বহিষ্কার  করেছে   

থাইল্যান্ডের সামরিক সকরার বুধবার হংকং-এর গণতান্ত্রকামী সক্রিয় কর্মী যশয়া ওয়াংকে চীনা ভূখন্ডে ফেরত পাঠিয়েছে। তিনি থাইল্যান্ডে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হংকংএ ২০১৪ সালে গণতন্ত্রের জন্য যে প্রতিবাদ বিক্ষোভ ‘আমব্রেলা আন্দোলন’ হয় সে সম্পর্কে আলোচনার জন্য সেখানে যান। ওয়াংএর সমর্থকরা সরকারের ঐ সিদ্ধান্তের জন্য বেজিংকে দায়ী করছে।


থাই পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বলছেন, যে কোনো বিদেশীকে একটি দেশে প্রবেশের অনুমতি দেওয়ার পেছনে অনেক কারণ নির্ভর করে যা অবশ্যই অভিবাসন আইন সংগত হতে হবে।

চীন জানিয়েছে, এই পরিস্থিতি সম্পর্কে তারা অবগত। তবে ওয়াংকে আটক করা হবে কিনা সে সম্পর্কে কিছু জানাতে তারা অস্বীকৃতি জানিয়েছে। হংকং বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক জোসেপ চ্যাং ভয়েস অব আমেরিকার ভিক্টোরিয়া বিয়েটি কে বলেন, ওয়াংকে আটক করা বা বহিষ্কারের বিষয়ে তিনি মোটেও অবাক হননি।