হংকং কর্তৃপক্ষ গণতন্ত্রপন্থি ১২ জনকে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করেছে

হংকং কর্তৃপক্ষ ১২ জন গণতন্ত্রপন্থি প্রার্থিকে সেপ্টেম্বর মাসের আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করেছে। সরকার আজ জানিয়েছে যে এই প্রার্থিদের নিষিদ্ধ করা হয়েছে কারণ তারা বেঈজিং এর কেন্দ্রীয় সরকার প্রবর্তিত হংকং এর জাতীয় নিরাপত্তা আইনের বিরোধীতা এবং ঐ বানিজ্যিক শহরটির স্বাধীনতার পক্ষে কথা বলেছিল। ঐ ঘোষণায় ঠিক বলা হয়নি কোন প্রার্থিদের আইন পরিষদের নির্বাচনে ভোটে দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছে তবে গণতন্ত্রপন্থি প্রধান একজন সক্রিয়বাদী জোশুয়া ওয়ং সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন যে এই বারো জনের মধ্যে তিনি একজন। যে সব গণতন্ত্রপন্থি ব্যক্তি এ মাসে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক প্রাথমিক নির্বাচনে মনোনীত হয়েছিলেন ওয়ং ছলিনে তাঁদেরই একজন। ঐ প্রাথমিক বাছাই পর্বে ৬ লক্ষেরও বেশি ভোটদাতা তাঁদের ভোট দিয়েছেন তবে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে ঐ প্রাথমিক মনোনয়ন ছিল অবৈধ।

অন্য যে সব প্রার্থিকে সেপ্টেম্বরের নির্বাচনে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে তাদের মধ্যে তিনজন হচ্ছেন গণতন্ত্রপন্থি সিভিক পার্টির সদস্য। সরকার বলছে আরও কিছু প্রার্থিকে ঐ নির্বাচনে অংশ গ্রহণ করতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হবে। এ দিকে ১৬ থেকে ২১ বচল বয়সী চারজন তরুণ সক্রিয়বাদী যারা নিষিদ্ধ স্বাধীনতাপন্থি গোষ্ঠির সদস্য তাদেরকে বিচ্ছিন্নতবাদীর অভিযোগে গতকাল গ্রেপ্তার করা হয়। পুলিশ এই সব শিক্ষার্থির পরিচয় দিতে অস্বীকৃতি জানায় তবে স্টুডেন্ট লোকালিজম নামের একটি গোষ্ঠি জানায় যে বুধবার রাতে যাদের গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে তাদের সাবেক আহ্বায়ক ১৯ বছর বয়সী টনি চুংও রয়েছেন।