কিভাবে নির্বাচিত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-৫: রাজনৈতিক দল

১৮৫২ সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে আসছেন দেশের প্রধান দুটি রাজনৈতিক দল দা রিপাবলিকান পার্টি অথবা দা ডেমোক্রেটিক পার্টি থেকে।

ডেমোক্রেটরা সাধারণত উচ্চ কর সমর্থন করেন যাতে করে সরকারী কাজকর্ম সচল থাকে। আর রিপাবলিকানরা সাধারনত কম করের পক্ষে এবকং সরকারের আকার ছোট রাখার পক্ষে।

দুটি দলই মোটামুটি মধ্যপন্থী রাজনৈতিক মমাদর্শ পোষণ করে।

রিপাবলিকান ও ডেমোক্রেটিক ছাড়াও বেশকিছু ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে যুক্তরাষ্ট্রে। এগুলো হচ্ছে, দা লিবার্টারিয়ান, কনস্টিটিউশন, সোশালিষ্ট অথবা গ্রীনপার্টি। কেউ ইচ্ছা করলে স্বতন্ত্রভাবেও নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন।

যুক্তরাষ্ট্রের তৃতীয় দলের শক্তি কখনোই খুব একটা বেশী দেখা যায় না। তবে প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভালো প্রভাব পড়ে। কারন তৃতীয় দলের প্রার্থী প্রধান দুই দলের প্রার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক ভোট নিতে পারে। এর ফলে কোনো কোনো বছর প্রেসিডেন্ট নির্বাচনে দেখা যায় তৃতীয় দল বড় ঘটনা অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের কাছাকাছি অবস্থায়।