মিয়ানমারে ফেরত যাওয়া রোহিঙ্গাদের নির্যাতন করছে কর্তৃপক্ষ: হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ থেকে স্বেচ্ছায় নিজ দেশ মিয়ানমারের রাখাইনে ফেরত যাওয়া রোহিঙ্গাদের ঐ দেশটির কর্তৃপক্ষ আটক ও নির্যাতন করছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ব্যবহার ও নির্যাতনের কারনে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক নিরাপত্তার প্রয়োজনীয়তা জরুরী ও জোরালো হয়েছে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসন যাতে নিরাপদ হয় তা নিশ্চিত করার জন্য জাতিসংঘের উচিত মাঠ পর্যায়ের পরিস্থিতি পরিদর্শন করা।

হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ থেকে স্বেচ্ছায় মিয়ানমারে ফেরত যাওয়া ৬জন রোহিঙ্গার সাথে বিস্তারিত সাক্ষাৎকার ও বিস্তারিত তথ্যপ্রমানাদির ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি ডিরেক্টর ফিল রবার্টসন ঐ প্রতিবেদনে বলেন, মিয়ানমারে রোহিঙ্গারা ফেরত গেলে নিরাপদ, নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা হবে বলে মিয়ানমার যে প্রতিশ্রুতি দিয়েছিল, এ ঘটনা প্রমান করেছে যে ঐ প্রতিশ্রুতি ঢাহা মিথ্যা।

HRW photo

এদিকে, মিয়ানমারের সূত্রগুলো থেকে জানা গেছে, বাংলাদেশ থেকে ফেরত যাওয়া ৫৮জন আটক রোহিঙ্গাকে ঐ দেশটির কর্তৃপক্ষ মে মাসে মুক্তি দিয়েছে।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে আমীর খসরু'র রিপোর্ট।