বাংলাদেশ বাহিনী দেড় শ’ বিক্ষোভকারীকে হত্যা করেছে : হিউমান রাইটস ওয়াচ

বাংলাদেশের মানবাধিকার সংগঠন, হিউম্যান রাইটস ওয়াচ বলেছে ফেব্রুয়ারী মাস থেকে বাংলাদেশে শীর্ষ কিছু ইসলামপন্থী নের্তৃবৃন্দসহ রাজপথে যুদ্ধাপরাধীদের বিচার সংক্রান্ত বিক্ষোভে, দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ১৫০ জন নিহত ও প্রায় দু’হাজার জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনটির এক প্রতিবেদনে বলা হয় কর্তৃপক্ষ ঐসব হত্যাকান্ড নিয়ে নিরাপত্তা বাহিনীকে প্রশ্ন করার কোন প্রয়াস দেখায়নি। প্রতিবেদনে শিশুসহ অসংখ্য বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনা তদন্তের জন্য বাংলাদেশকে একটি স্বাধীন কমিশন গঠনের শুপারিশ করা হয়, যেনো ঐসব আইন বিরোধী হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার হয়। বাংলাদেশে স্বাধীনভাবে পরীক্ষা চালানোর জন্য প্রতিবেদনে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি আসার অনুমতি দেয়ারও প্রস্তাব করা হয়।

তবে সরকার এ প্রতিবেদনে সাড়া দেয়নি। বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত দেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার দায়ে বেশ কয়েকজন ইসলামপন্থী নেতৃবৃন্দের বিরুদ্ধে ফাসিঁ ও যাবজ্জীবন কারাদন্ড দেয়। এ সম্পর্কেই বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা , আমির খসরুর কাছে ।

Your browser doesn’t support HTML5

প্রতিবেদনটি শুনুন