নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের এর পঞ্চম মৃত্যু বার্ষিকী

বুধবার পালিত হল নন্দিত কথা সাহিত্যিক, উপন্যাসিক, গল্পকার, নাট্যকার, ও গীতিকার হুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যু বার্ষিকী।

২০১২ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান তিনি। তিনি ছিলেন বাঙ্গালি কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম। বাংলা সাহিত্যে তিনি যাত্রা শুরু করেন ‘নন্দিত নরকে’ উপন্যাসের মধ্য দিয়ে। তার সৃষ্ট মিসির আলী, হিমু চরিত্রগুলো যুব সমাজকে উদ্বেলিত করেছিল।

জনপ্রিয় এই লেখকের প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করে সারা বাংলাদেশ জুরে পালন করা হয়েছে নানা কর্মসূচি। গাজীপুরের নুহাশ পল্লীতে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। ছিল হুমায়ুন ভক্তদের উপচে পড়া ভিড়। এ সময় তার একজন ভক্ত মোস্তাকিম স্বাধীন বলেন- হুমায়ূন আহমেদ তার সাহিত্যের মধ্য দিয়ে অনেক তরুণ তরুণী ও পাঠক সমাজকে বই পড়ার দিকে মনোনিবেশ করার চেষ্টা করেছিলেন।

Your browser doesn’t support HTML5

Humaun

হুমায়ূন আহমেদ বেঁচে আছেন তার অগণিত পাঠক হৃদয়ে। এভাবে তিনি বেঁচে থাকবেন হাজার হাজার যুগ ধরে তার ভক্তদের মাঝে।