মায়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনা নির্যাতনের যেসব অভিযোগ উঠেছে, সেই প্রেক্ষাপটে ইয়াংগুনে আসিয়ান জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক হয়েছে। মায়ানমারের কর্মকর্তারা বলছেন, তারা আসিয়ানকে রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করবে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর যা ঘটছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলছেন, রোহিঙ্গারা গণহত্যার শিকার। আসিয়ানের আজকের বৈঠকের তাৎপর্য নিয়ে আমরা কথা বলেছি বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীরের সাথে। তার মতে মায়ানমার সরকারের কাছে আসিয়ান গুরুত্বপূর্ণ, তাই আসিয়ান চাপ দিলে রাখাইন প্রদেশে ত্রাণ সরবরাহ এবং সাংবাদিকদের প্রবেশ সহজ হতে পারে।
রাষ্ট্রদূত হুমায়ুন কবীরের সাথে কথা বলেছেন আহসানুল হক। বিস্তারিত শুনতে নিচে প্লে বাটনে ক্লিক করুন।
Your browser doesn’t support HTML5
Ambassador Humayun Kabir Interviewed