ইন্দোনেশিয়ার শরণার্থী শিবির থেকে শত শত রোহিঙ্গা নিখোঁজ

ইন্দোনেশিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে শত শত রোহিঙ্গা নিখোঁজ হয়ে যাবার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক এবং ওই অঞ্চলের সংবাদমাধ্যম সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে বলছে, এসব রোহিঙ্গাকে বরাবরের মতো ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়ায় পাচার করা হয়েছে। ইন্দোনেশিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে বাংলাদেশে আশ্রয়প্রাপ্তদের মধ্য থেকেও অনেকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদমাধ্যম বলছে, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উত্তর উপকূলীয় শহর লকসিয়েমাওয়ের ক্যাম্পে অবস্থান করা প্রায় ৫শ’ রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে থেকে এখন মাত্র শ’খানেক ওই ক্যাম্পে রয়েছেন, বাকিরা নিখোঁজ। এ শরণার্থীরা ওই ক্যাম্পে গত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আশ্রয় নিয়েছিলেন। ইন্দোনেশিয়ার ওই ক্যাম্পের ট্রাস্কফোর্সের প্রধান রিদওয়ান জলিল সংবাদমাধ্যমকে বলেন, তারা জানেন না রোহিঙ্গা শরণার্থীরা কোথায় গেছেন। জাতিসংঘের কর্মকর্তারাও এ সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।

Your browser doesn’t support HTML5

ইন্দোনেশিয়ার শরণার্থী শিবির থেকে শত শত রোহিঙ্গা নিখোঁজ

সংবাধমাধ্যম সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাতে বলছে, মালয়েশিয়ায় পাচারের ঘটনাই বেশি ঘটে। বিভিন্ন হিসেবে বর্তমানে মালয়েশিয়ায় দেড় লাখের মতো রোহিঙ্গা রয়েছে- যারা পাচারসহ নানাভাবে দেশটিতে ঢুকেছে। গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সাগর পথে যাওয়া দেড় হাজারের মতো রোহিঙ্গাকে ইন্দোনেশিয়া আশ্রয় দিতে বাধ্য হয়েছে। ২০১৫ সাল থেকে এ পর্যন্ত হাজার হাজার রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে যাবার চেষ্টা করে।