Hungarian women, wearing traditional costumes, fill their ballot papers at a polling station during Hungarian parliamentary elections in Veresegyhaz, Hungary April 8, 2018.
ইউরোপে অভিবাসন বিষয়ে কট্টোরপন্থী হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টোর অর্বান, রবিবার নির্বাচনে পরপর তৃতীয় বারের মত বিজয়ী হবেন বলে অনুমান করা হচ্ছে।
জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে অর্বানের দক্ষিণ পন্থী জাতীয়তাবাদী ফিদেস দল নির্বাচনের আগেই এগিয়ে আছে।
সংসদে ১৯৯টি আসনে নির্বাচন হবে এবং অর্বানের কোয়ালিশনজোট সংখ্যাগরিষ্ঠতা পাবে, বিরোধী দলগুলো তা চায়না। কারণ অর্বান তাহলে সাবিধানিক পরিবর্তন আনতে চেষ্টা করবেন।