যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারি বাণিজ্যমন্ত্রী এবং যুক্তরাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য সার্ভিসের মহাপরিচালক ইয়ান স্টেফ বলেছেন গত এক দশকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ হয়ে ৮০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক লিখিত বিবৃতিতে জানান হয়েছে ইয়ান স্টেফ গত ১১ই মে থেকে ৩ দিন ব্যাপী বাংলাদেশ সফরকালে ২০১৯ ট্রেডউইন্ডস ইন্দো-প্যাসিফিক ফোরাম এন্ড মিশনে এ অংশগ্রহণ করেন যখন তিনি আশা প্রকাশ করেছেন যে বিনিয়োগের পরিবেশ, মেধাস্বত্ত্ব অধিকার এবং শ্রমিকদের বিষয়গুলো সমাধানের মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত ভাবে জোরদার হবে।
বিবৃতিতে বলা হয় তিনি তাঁর বাংলাদেশ সফরকালে সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক করেন এবং তাঁদের সাথে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। ইয়ান স্টেফ যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতাদের সাথেও বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন।
ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
Your browser doesn’t support HTML5
ভারপ্রাপ্ত সহকারি বাণিজ্যমন্ত্রী ইয়ান স্টেফ