রোহিঙ্গা নির্যাতন তদন্ত ও বিচারে আইসিসি প্রতিজ্ঞাবদ্ধ

বর্তমানে বাংলাদেশ সফররত আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি'র ডেপুটি প্রসিকিউটর জেমস স্টুয়ার্ট বলেছেন, রোহিঙ্গা নির্যাতন তদন্ত ও বিচারে আইসিসি প্রতিজ্ঞাবদ্ধ।

বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে জেমস স্টুয়ার্ট এমন মন্তব্য করে বলেন, এই বিচার প্রক্রিয়ায় আইসিসির কোন রাজনৈতিক উদ্দেশ্যে নেই। রোহিঙ্গা নির্যাতনের তদন্ত ও বিচারের লক্ষ্যে তাঁরা কাজ করছেন বলে জানিয়ে তিনি বলেন এই লক্ষ্যে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। আইসিসির ডেপুটি প্রসিকিউটর বলেন, আইসিসি মানবতার বিরুদ্ধে অপরাধের আইনগত ভাবে বিচার করে থাকে। তিনি বলেন, যে কোন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থেকেই আইসিসি কাজ করে থাকে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মিয়ানমার আইসিসির সদস্য না হলেও বাংলাদেশ আইসিসির সদস্য হওয়ায় এই বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব।

Your browser doesn’t support HTML5

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।