আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেক্ষাপটে ধর্মভিত্তিক রাজনীতির অবস্থান

এই বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ‘ বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনীর প্রেক্ষাপটে ধর্মভিত্তিক রাজনীতির অবস্থান ’ । আলোচনায় শ্রোতাদের বিভিন্ন প্রশ্ন-জিজ্ঞাসা-মন্তব্যের জবাব দিয়েছেন , বিশ্লেষন করেছেন বাংলাদেশের এক সময়কার পররাষ্ট্রমন্ত্রী , আইন মন্ত্রী , বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা , বিশিষ্ট আইনজীবী ডক্টর কামাল হোসেন -ঃ বাংলাদেশের ব্র্যকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান ডক্টর শা’ দিন মালিক এবং নিউ ইয়র্ক প্রবাশি বিশিষ্ট সাংবাদিক - ভাস্যকার সৈয়দ মোহাম্মদ উল্লাহ । অনুষ্ঠানে সঞ্চালের দায়িত্ব পালন করেন রোকেয়া হায়দার ।ICT AMENDMENT REGION BASED POLITICAL PARTY

Your browser doesn’t support HTML5

ICT AMENDMENT REGION BASED POLITICAL PARTY