কলকাতায় বেআইনি সিম কার্ডের রমরমা ব্যবসা ফাঁস

কলকাতা ও তার আশেপাশের জেলাগুলোতে ছড়িয়ে পড়েছে কয়েক হাজার বেআইনি সিমকার্ড। এই ক্রেতাদের পরিচয় জানা নেই মোবাইল সংস্থাগুলোরও। ফলে এই বেআইনি সিমকার্ড ব্যবহার করে বড় ধরনের অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন রাজ্যপুলিশ প্রশাসনের সদর দপ্তর লালবাজারের গোয়েন্দারা।

বেআইনি সিমকার্ড ব্যবহার করে যাতে শহরে বড় ধরনের কোনো অপরাধ না হয় তার জন্য কড়া হচ্ছে লালবাজার।

জানাগেছে কোনো পরিচয় পত্র দেখাতে হচ্ছেনা। টাকা দিলেই ক্রেতার হাতে পৌচ্ছে যাচ্ছে সিমকার্ড। সম্প্রতি লালবাজারের সাইবার ক্রাইম থানার হাতে ধরা পড়েছে বেআইনি সিমকার্ড চক্রের দুই প্রধান। তাদের জেরা করেই আরো চাঞ্চল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দারা জানতে পেরেছেন যে একটি মোবাইল সংস্থার ডিস্ট্রিবিউটর হিসাবে ধৃতদের হাতে আসে প্রচুর সিমকার্ড।

গোয়েন্দাদের কাছে তারা দাবি করেছে যে মোবাইল সংস্থার কর্তারা সিমকার্ড বিক্রির জন্য তাদের উপর চাপ দিচ্ছিলেন।

এছাড়াও পেশাদার অপরাধীরা ওই সিমকার্ডগুলো তোলাবাজি বা অপহরনের মতো অপরাধের ক্ষেত্রে ব্যবহার করতে পারে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।

Your browser doesn’t support HTML5

পরমাশীষ ঘোষ রায়ের রিপোর্ট