গাজীপুরের কারখানায় বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে আইএলও

গাজীপুরের ট্যাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মহাপরিচালক গাই রাইডার।

এক বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে অগ্রগতি হলেও তা নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, শ্রমিকদের নিরাপত্তায় বাংলাদেশের উদ্যোগের ক্ষেত্রে সহযোগিতা করতে আইএলও প্রস্তুত রয়েছে।

এদিকে, বাংলাদেশের কারখানার নিরাপত্তা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে শ্রম অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠনগুলোর একটি জোট। গাজীপুরের একটি প্যাকেজিং কারখানায় আগুনে বেশ কয়েকজন শ্রমিক নিহত ও আহতের পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানিয়ে ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম এবং ইন্টারন্যাশনাল লেবার রাইটস ফোরামসহ কয়েকটি সংগঠনের জোট এক বিবৃতি বলেছে দেশটিতে কারখানা শ্রমিকরা যে কতটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে গাজীপুরের ঘটনায় তা আরেকবার স্পষ্ট হল।

Your browser doesn’t support HTML5

গাজীপুরের কারখানায় বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে আইএলও