১৮ বছরের উপরে সব ভারতীয়কে টিকা দেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছে আইএমএ

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ার ফলে যে আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, আইএমএ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ১৮ বছরের উপরে সব ভারতীয়কেই করোনার প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছে। একদম প্রথম দিকে প্রতিষেধক দেওয়া শুরু হয়েছিল ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, ইত্যাদি যে সব পেশার মানুষের সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি।

Your browser doesn’t support HTML5

১৮ বছরের উপরে সব ভারতীয়কে টিকা দেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছে আইএমএ

তার পরে দেওয়া শুরু হয় বয়স্ক ও অসুস্থদের। এখন চলছে ৪৫ বছরের বেশি বয়সীদের। এদিকে গত ২৪ ঘন্টায় ভারতে মোট ৪৩ লক্ষ মানুষকে করোনার প্রতিষেধক দেওয়া হয়েছে। একদিনে এটাই সবচেয়ে বেশি। তাঁদের মধ্যে বেশিরভাগই প্রথম ডোজ পেয়েছেন, চার লাখের মতো লোককে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ।