মুম্বইয়ের তাজ হোটেলে জঙ্গী হামলার মূল চক্রী পাকিস্তানের হাফিজ সঈদ মুক্তি পেলেন শুক্রবার

২০০৮ সালের ২৭ নভেম্বর মুম্বইয়ের তাজ হোটেলে জঙ্গী আক্রমণে নিহত হন প্রায় ১৬০ জন নানান দেশের মানুষ। ঐ হামলার মূল চক্রী পাকিস্তানের হাফিজ সঈদ কিছু দিন গৃহবন্দী থাকার পরে মুক্তি পেলেন শুক্রবার। মুক্তির আনন্দ উপভোগ করতে কেক কাটতে কাটতে হাফিজের মন্তব্য, তিনি আবার কাশ্মিরের স্বাধীনতার জন্য কাজে নেমে পড়বেন। স্তম্ভিত ভারত মনে করছে, ২৭/১১-র বর্ষপূর্তির ঠিক ৩ দিন আগে এই মুক্তি মনে করিয়ে দিচ্ছে, আন্তর্জাতিক জঙ্গী ক্রিয়াকলাপের মদতদাতা হল পাকিস্তান। রাষ্ট্রসঙ্ঘ ও আমেরিকা হাফিজের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য জন্য পাকিস্তানকে বারংবার বলা সত্বেও তোয়াক্কা করছে না তারা। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার বললেন, হাফিজের মুক্তির তীব্র নিন্দা করছে ভারত।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট