চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৬.৩ শতাংশ: আইএমএফ

আর্ন্তজাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এক প্রতিবেদনে চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাষ সংশোধন করে ৬.৩ শতাংশ নির্ধারণ করেছে।

সম্প্রতি আইএমএফ জানিয়েছিল, চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার হবে ৬.৮ শতাংশ। প্রবৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতির পূর্বাভাষে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে দাঁড়াবে বলে তারা প্রতিবেদনে ধারনা দিয়েছে। সরকারি চাকুরীজীবীদের বেতন বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানসহ কিছু কারনের উল্লেখ করে আইএমএফ মূল্যস্ফীতির এ পূর্বাভাষ নির্ধারণ করেছে।

সংস্থাটি বলেছে গত কয়েক মাসের অর্থনীতির বিভিন্ন সূচকের দুর্বল অবস্থার কারনে তারা অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাষ কমিয়েছে। রাজনৈতিক আনিশ্চিয়তা, অবকাঠামো সঙ্কট এবং আর্থিক খাতের দুর্বল অবস্থাকে প্রবৃদ্ধির পথে মূল চ্যালেঞ্জ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকার অবশ্য চলতি অর্থ বছরের জন্য প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ নির্ধারণ করেছে।

এদিকে, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের প্রবৃদ্ধির যে মূল্যায়ন আইএমএফ করেছে তা সঠিক নয়। ঢাকা থেকে জহুরুল আলম।

Your browser doesn’t support HTML5

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৬.৩ শতাংশ: আইএমএফ