অবৈধ অভিবাসন প্রত্যাশী মা বাবার কাছ থেকে শিশুদের পৃথক করার ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা বাড়ছে

Immigration Holding Facility

এ সপ্তাহে আমেরিকান অভিবাসন আইনের ব্যাপক সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওদিকে, অবৈধ অভিবাসন প্রত্যাশী মা বাবাদের কাছ থেকে শিশুদের পৃথক করে ফেলার ট্রাম্প প্রশাসন নীতির স্বপক্ষে যুক্তি দিচ্ছে প্রশাসন।

কেন্দ্রীয় সরকারের এজেন্টরা এখন নিয়মিত ভাবে, যে সব পরিবার আশ্রয় চাইছে, বা অবৈধ ভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চেষ্টা করছে, তাদের পৃথক করছে। একসময় এটা একটা বিরল ঘটনা ছিল। গত সপ্তাহে প্রশাসনের কর্মকর্তারা বলেছেন যে মে মাস পর্যন্ত ৬ সপ্তাহে প্রায় ২ হাজার শিশুকে তাদের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়।

যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় শিশুদের মানবিক পরিবেশে রাখা হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের এই নীতির সমালোচনা ক্রমেই বাড়ছে।

জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার জাইদ রাদ আল হুসেইন সোমবার বলেছেন বাবা মাদের নিরুৎসাহিত করার লক্ষ্যে সন্তানদের অবমাননা করাটা বিবেকবর্জিত।