অভিবাসন নীতিতে কঠোরতার কারণে প্রায় ৫ লক্ষ বাংলাদেশীকে দেশে ফিরতে হতে পারে বলে আতংক

Your browser doesn’t support HTML5

amir


যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এবং যুক্তরাষ্ট্রসহ ওই সব দেশে প্রায় ৫ লাখ বাংলাদেশী অবৈধভাবে বসবাস করছেন এবং কেউ কেউ আবার জেলেও রয়েছেন। বিভিন্ন দেশের অভিবাসন নীতিতে কঠোরতা আরোপ করায় ওইসব বাংলাদেশীকে দেশে ফেরত আসতে হতে পারে বলে আতংক দেখা দিয়েছে। এই আতংক শুধু তাদের মধ্যেই নয়, দেশের স্বজনদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহ থেকে অবৈধভাবে বসবাস করা ৮০ হাজার বাংলাদেশীকে ফেরত নেয়ার জন্য বাংলাদেশের প্রতি আহবানও জানানো হয়েছে। এই বিশাল সংখ্যায় বাংলাদেশী যদি দেশে ফেরত আসেন তাহলে দেশে তার অর্থনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়া কেমন হতে পারে এবং এই অবস্থার কেন সৃষ্টি হয়েছে; কেনই বা এমন পরিস্থিতির উদ্ভব হলো সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।...ঢাকা থেকে আমীর খসরু