ভারতের প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েবসাইট থেকে মোদী ও নাইডুর ছবি সরানোর নির্দেশ

ভারতের পাঁচ রাজ্যে আদর্শ আচরণবিধি ‘লঙ্ঘনের’ জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েবসাইট থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় আবাসন ও দারিদ্র্য দূরীকরণ মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর ছবি সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। এরপরই সেই ছবি সরিয়ে নেওয়া হয়।সম্প্রতি, কমিশনের কাছে এই মর্মে অভিযোগ জমা পড়ে যে, ওই ছবি ব্যবহার করে উত্তরপ্রদেশে নির্বাচনের মাঝে বিজেপি নিজেদের প্রচার চালাচ্ছে।

কমিশনের মতে, সরকারি ওয়েবসাইটে ওই ছবি ব্যবহার করাটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল।এরপরই, কেন্দ্রকে কমিশন নির্দেশ দেয় ওই ছবি সরিয়ে দিতে। একইসঙ্গে, কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব পি কে সিনহার কাছে কমিশন জানতে চেয়েছে, কেন আচরণবিধি লাগু হওয়ার আগে তা সরানো হয়নি।তাঁকে এ-ও নির্দেশ দেওয়া হয়েছে, অন্য কোনও কেন্দ্রীয় ওয়েবসাইটে যদি মন্ত্রী ও রাজনীতিবিদদের ছবি থেকে থাকে, তাহলে, তা যেন অবিলম্বে সরিয়ে দেওয়া হয়।

এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

Your browser doesn’t support HTML5

ভারতের প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েবসাইট থেকে মোদী ও নাইডুর ছবি সরানোর নির্দেশ