শাকিবহীন বাংলাদেশ ৭ উইকেটে হারাল ভারতকে

টি-টোয়েন্টিতে এই প্রথম ভারতের বিপক্ষে কোনো ম্যাচে জয় পেল টাইগারা। আর এই জয় এলো ১০০০ তম টি-টোয়েন্টি ম্যাচে। এর আগে পর্যন্ত আটবার বিরাট কোহলিদের মুখোমুখি হয়ে সবকটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। দূষিত দিল্লির আবহাওয়ায় সাকিববিহীন স্বাগতিকদের বিপক্ষে ছক্কা মেরে জয় ছিনিয়ে এনে দিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁর ওপর সঙ্গী এই ম্যাচের জয়ের নায়ক হলেন মুশফিকুর রহিম। মুশফিকুর খেলেন অনবদ্য ৬০ রানের একটি ইনিংস। খেলা শেষে দু’জনই অপরাজিত ছিলেন। স্যালুট রিয়াদ বাহিনীকে।