শিয়ালদহের এন আর এস হাসপাতাল চত্বরে মৃত কুকুরছানা সংক্রান্ত নৃশংস ঘটনার তদন্ত শুরু

শিয়ালদহের এন আর এস হাসপাতাল চত্বরে ১৬টি মৃত কুকুরছানার দেহ পাওয়ার পর আজ ওই নৃশংস ঘটনার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

কাল বিকেলে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে প্লাস্টিকের ব্যাগের ভেতরে একের পর এক ১৬টি কুকুরছানার থ্যাঁতলানো দেহ পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় দেখা যাচ্ছে, সেগুলিকে পিটিয়ে মারা হয়েছে। এই অকারণ নৃশংসতার ঘটনায় গোটা কলকাতার মানুষ স্তম্ভিত। গতকাল রবিবার ছুটির দিন ছিল। আজ কাজের দিন শুরু হতেই হাসপাতাল কর্তৃপক্ষ খোঁজ নিয়ে একটি ভিডিও ফুটেজ পান। কুকুরের বাচ্চাদের আর্তনাদ শুনে কয়েকজন মেডিক্যাল ছাত্র তাঁদের ছাত্রাবাসের জানালা খুলে দেখেন, দুই মহিলা সার্জিকাল গ্লাভস পরা হাতে লাঠি, কুকুরছানাদের পিটিয়ে মারছে, আর ব্যাগে ভরে ফেলে দিয়ে আসছে। সঙ্গে সঙ্গে তারা মোবাইল ফোনে ওই দৃশ্য ধরে রাখে। তারই ভিত্তিতে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছেন।বলা হয়েছে, দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট