ভারতে ফরাসি যুদ্ধবিমান কেনার রাফাল চুক্তিতে বড় রকমের দুর্নীতির অভিযোগ

ভারতে ফরাসি যুদ্ধবিমান রাফাল কেনার জন্য চুক্তি সই করার আগে ভারত সরকার দুর্নীতি রোধের ধারাগুলি এড়িয়ে গিয়েছে বলে একটি জাতীয় সংবাদপত্র খবর দিয়েছে।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দীর্ঘদিনের অভিযোগ, রাফাল যুদ্ধবিমান চুক্তিতে একটা বড় রকমের দুর্নীতি হয়েছে। তিনি সোজাসুজি বলে আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রভাব খাটিয়ে সরকারি সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডের বদলে তাঁর ব্যবসায়ী বন্ধু অনিল আম্বানীকে ভারতে রাফাল তৈরির বরাত পাইয়ে দিয়েছেন। তার ফলে যুদ্ধবিমান দূরে থাক, কোনও রকমের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কাজই যিনি করেননি, তাঁকে কয়েক হাজার কোটি টাকা পাইয়ে দেওয়া হলো। এই বিষয়ে সংসদে কিম্বা দূরদর্শনে রাহুলের মুখোমুখি বিতর্কের আহ্বান মোদী এড়িয়ে গিয়েছেন। সিবিআইকে তদন্তও করতে দেওয়া হয়নি। আজ ইংরেজি কাগজ দ্য হিন্দু রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে জানিয়েছে, প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে যাতে দুর্নীতি না হতে পারে তার জন্য যে সব রক্ষাকবচ রয়েছে, ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তি সইয়ের আগে তার সবকটিই মোদী সরকার বাতিল করে দিয়েছে। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে বিরোধীদের দাবিতে আগামী কাল সরকার সংসদে দেশের মুখ্য হিসাব অধিকর্তা সিএজি'র রিপোর্ট পেশ করতে পারে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট