ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপরে আক্রমণ ঘটেই চলেছে বলে যুক্তরাষ্ট্রের একটি রিপোর্টে যে মন্তব্য করা হয়েছে, আজ তার তীব্র প্রতিবাদ করেছে ভারতের বিদেশ মন্ত্রক এবং শাসকদল বিজেপি।
যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের বার্ষিক আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত রিপোর্টে অভিযোগ করা হয়েছে যে, ২০১৮ সালেও ভারতের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত মুসলমানদের ওপরে হিন্দুত্ববাদী চরমপন্থী গোষ্ঠীগুলির হিংসাত্মক আক্রমণ ঘটেছে। আক্রান্তরা কেউ গোমাংস বিক্রি করেছেন, কেউ বা মাংসের জন্য গোহত্যা করেছেন, এই গুজবের শিকার হন। শুক্রবার যুক্তরাষ্ট্রের এই রিপোর্ট বেরোয়, আর আজ রবিবার ভারতের বিদেশ মন্ত্রক এবং শাসকদল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানানো হয়। বলা হয়, ভারতের সংবিধানে দেশের সব ধর্মের মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে। এ বিষয়ে বিদেশি একটি রাষ্ট্রের এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। উল্লেখজনকভাবে ভারত যুক্তরাষ্ট্র থেকেই একজন গুরুত্বপূর্ণ সমর্থক পেয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম-এর প্রধান তেনজিন দোরজি রবিবারই একটি প্রতিবাদ পত্রে লেখেন, ভারতে ধর্মীয় স্বাধীনতা যে বিপন্ন নয় তার প্রমাণ, সেখানে তিব্বতী সংস্কৃতি ও ভাষা বিকশিত হয়ে উঠেছে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট