দুহাজার ঊনিশ সালে লোকসভা নির্বাচনে বিজেপি-র লক্ষ্য তিনশো ষাটেরও বেশি আসন

দুহাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে বিজেপি-র ঝুলিতে এসেছিল দুশো বিরাশি টি আসন।আগামী দুহাজার ঊনিশ সালে লোকসভা নির্বাচনে লক্ষ্য তিনশো ষাটের এর বেশি আসন। দলের শীর্ষনেতাইদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

বৈঠকে হাজির ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব নির্মলা সীতারমন, রবিশঙ্কর প্রসাদ, জেপি নাড্ডা সহ একত্রিশ জন নেতা। তাঁদের সঙ্গে আগামী লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করেন বিজেপি সভাপতি। বিজেপি সূত্রে খবর, মূলত দুটি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে।গত লোকসভা নির্বাচনে যে আসনগুলিতে বিজেপি জিততে পারেনি, এবার সেগুলি নিজেদের দখলে আনার চেষ্টা করা হবে। পাশাপাশি যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে যাতে প্রতিষ্ঠান-বিরোধিতার ফলে অন্য কোনও দল জিতে না যায়, সেটা নিশ্চিত করতে হবে।বিজেপি সভাপতির হিসেব অনুযায়ী, বিরোধী দলগুলির হাত থেকে একশো পঞ্চাশ টি আসন ছিনিয়ে নিতে পারে বিজেপি। বাংলা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলঙ্গানা ও কর্ণাটকের মতো রাজ্যগুলির উপর বেশি জোর দেওয়ার কথা বলেছেন অমিত শাহ।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট