ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রায় দু'লাখ বুলেটপ্রুফ জ্যাকেটের মূল উপকরণ সরবরাহ করছে চিন

সন্ত্রাস প্রশ্নে দ্বিমত থাকলেও ভারতীয় সেনাবাহিনীর জন্য প্রায় দু'লাখ বুলেটপ্রুফ জ্যাকেটের মূল উপকরণ সরবরাহ করছে চিন।

পাকিস্তানে আশ্রিত জঙ্গি সংগঠন জৈশ ই মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে জঙ্গি বলে ঘোষণা করতে বাধা দিচ্ছে চিন। কিন্তু জৈশের সন্ত্রাসী হামলার শিকার সেনাবাহিনীকে বাঁচানোর জন্য বুলেটপ্রুফ জ্যাকেটের উপকরণ সরবরাহে চিনের আপত্তি নেই। আর চিনা জিনিসে আপত্তি নেই ভারতেরও।

ভারতীয় সেনাবাহিনীর জন্য সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রক ৬৩৯ কোটি টাকায় এক লক্ষ ৮৬ হাজার বুলেটপ্রুফ জ্যাকেটের অর্ডার দেয়। প্রথমে তার ৪০% উপকরণ-- কাপড় ও বোরন কার্বাইড পাউডার কেনার কথা ছিল ইউরোপ ও আমেরিকার কোম্পানি থেকে। পরে সেই অর্ডার দেওয়া হয় চিনা কোম্পানিকে। ইতিমধ্যে ওই উপকরণ দিয়ে তৈরি দশ হাজার বুলেটপ্রুফ জ্যাকেট সেনাবাহিনীর হাতে এসেছে। সেগুলো পরীক্ষা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত তার গুণমান ঠিকই আছে বলে জানা গিয়েছে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট