ভারতের সুপ্রিম কোর্ট আসছে সপ্তাহে অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে মামলার রায় ঘোষণা করবে। তার আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষা করতে বিপুল প্রস্তুতি চলছে।
আলোচনার মাধ্যমে অযোধ্যার রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্কের নিষ্পত্তি করার জন্য চেষ্টা নিষ্ফল হওয়ার পর চিরতরে এই সমস্যা মেটাতে সুপ্রিম কোর্টে গত ৬ই অগস্ট থেকে রোজ শুনানি শুরু হয়। দীর্ঘ ৪০ দিন পরে শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়। আসছে সপ্তাহে রায় ঘোষণা হবে ধরে নিয়েই যে কোনও মূল্যে অশান্তি রুখতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার প্রশাসনিক স্তরে ব্যবস্থা নিচ্ছে।
বিভিন্ন রাজনৈতিক দল এবং হিন্দু ও মুসলমান সংগঠনগুলির নেতারাও সকলকে শান্তি বজায় রাখতে আর্জি জানিয়েছেন। এর মধ্যে আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ উত্তরপ্রদেশের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট