অসম, ত্রিপুরা, মেঘালয় সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ থিতিয়ে এলেও পশ্চিমবঙ্গে তা কমার লক্ষ্মণ নেই।
পরপর তিন দিন ধরে বিক্ষোভ চলছে। আজ রবিবার ছুটির দিনেও মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার, নদিয়া, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার নানা জায়গায় জাতীয় সড়ক ও রেল লাইন অবরোধ করে, সড়ক ও লাইনের উপর টায়ার জ্বেলে প্রতিবাদ জানানো হয়েছে। মুর্শিদাবাদের সারগাছিতে আজ সকালে বিক্ষোভকারীরা স্টেশন ভাঙচুর করে। দুপুরে তাণ্ডব চালায় শিয়ালদহ বজবজ লাইনে আকড়া স্টেশনের ভিতরে। এই সবের সঙ্গে সমান তালে চলছে গুজব ছড়ানো।
রাজ্য সরকার পাঁচটি জেলায় ইন্টারনেট বন্ধ করে দিলেও কোনও না কোনও ভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েই চলেছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গতকাল বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে সব অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে আশ্রয় দিয়েছেন, তাদেরই লাগিয়েছেন অশান্তি সৃষ্টি করতে। আজ তার উত্তরে তৃণমূল নেত্রী বলেন, হিন্দিভাষী বহিরাগতরা হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট