উত্তরপ্রদেশের উন্নাওয়ের নির্যাতিতাকে পুড়িয়ে মারার ঘটনায় সারা ভারত জুড়ে ধিক্কার ও সমালোচনার ঝড়

উত্তরপ্রদেশের উন্নাওয়ের নির্যাতিতাকে পুড়িয়ে মারার ঘটনায় সারা ভারত জুড়ে ধিক্কার ও সমালোচনার ঝড় উঠেছে।

উন্নাওয়ের নির্যাতিতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতা ও নেত্রীরা রাজ্য সরকারকে তুলোধোনা করছেন। গতকাল বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী বলেছিলেন, হায়দরাবাদ সফলতার এবং উন্নাও ব্যর্থতার দৃষ্টান্ত। সমাজবাদী নেতা ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের নেতৃত্বে রাজ্য বিধানসভা ভবনের সামনে আজ শনিবার সকাল থেকে ধর্না শুরু হয়েছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা আজ দিল্লি থেকে উন্নাওয়ে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালোয়াল অভিযুক্তদের একমাসের মধ্যে বিচার শেষ করে ফাঁসির দাবি জানিয়েছেন। সব মিলিয়ে প্রচণ্ড চাপের মুখে পড়ে আজ সকালেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লখনৌতে তড়িঘড়ি এক বিবৃতিতে এই ঘটনাকে চরম দুঃখের বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, অভিযুক্তদের সকলেই ধরা পড়েছে। ফাস্ট ট্র্যাক কোর্টে ওদের বিচার হবে এবং শাস্তি হবে।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট