ভারতের জয়পুরকে বিশ্ব ঐতিহ্যবাহী শহর ঘোষণা করেছে ইউনেস্কো

ইউনেসকো ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরকে বিশ্ব ঐতিহ্যবাহী শহর বা ওয়ার্ল্ড হেরিটেজ সিটি ঘোষণা করেছে।

গোলাপি পাথরে তৈরি বলে পিংক সিটি হিসেবেই জয়পুর শহরের পরিচিতি। ভারতের প্রথম পরিকল্পিত এই শহরটির স্থপতি ছিলেন একজন বাঙালি, বিদ্যাধর ভট্টাচার্য। তাঁকে জয়পুর শহর গড়ে তোলার ভার দেন রাজা সোয়াই জয় সিং। দেওয়াল দিয়ে ঘেরা জয়পুর তৈরি হয় ১৭২৭ সালে। কত যে অপূর্ব প্রাসাদ, দুর্গ আর মহল গোটা শহরের সর্বত্র ছড়িয়ে আছে, যার ফলে পুরো জয়পুর হয়ে উঠেছে দ্রষ্টব্য স্থান। অনেক দিন ধরেই এই শহরকে ইউনেসকোর ঐতিহ্য তালিকায় তোলার চেষ্টা হচ্ছিল, শেষ পর্যন্ত গতকাল সেই ঘোষণা এল আজারবাইজানের বাকুতে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠক থেকে। ভারতের ৩৭টা জায়গা এবং সৌধ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেলেও জয়পুরের আগে এদেশে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি ছিল শুধু মাত্র গুজরাতের আমেদাবাদ।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট