সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা সরকারের দয়ার দান নয়, তাঁদের আইনগত অধিকার, জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
শুক্রবার এই রায়ের ফলে রাজ্যের সরকারি কর্মচারীরা তাঁদের দেড় বছর ধরে চলা মামলায় জয়ী হলেন, ওদিকে পশ্চিমবঙ্গ সরকারের জন্য এটা হলো বাড়তি কয়েক হাজার কোটি টাকার ধাক্কা। বস্তুত, বামফ্রন্ট সরকারের আমল থেকেই এই রাজ্যের সরকারি কর্মীরা মহার্ঘ্য ভাতা বা ডিএ আদায়ের লড়াই করে আসছেন। সরকার কখনও দেয়, কখনও তহবিলে অর্থ কম আছে বলে বাকি রাখে। রাজ্যের প্রশাসনিক ট্রাইব্যুনালও জানিয়েছিল যে সরকার তার ইচ্ছা অনুযায়ী ডিএ দিতে পারে। এর বিরুদ্ধে কর্মীরা হাইকোর্টে যান। আজ হাইকোর্ট রায় দিয়েছে যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়লে মহার্ঘ্য ভাতাও বাড়বে। এছাড়াও কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীদের মধ্যে ডিএ হারে বৈষম্য থাকা উচিত নয়। এবিষয়ে দু'মাসের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে হাইকোর্টের কাছে বক্তব্য পেশ করতে হবে।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট