বিতর্কের মধ্যে সূচনা সূচনা হতে চলেছে স্বাধীন ভারতের বৃহত্তম কর সংস্কার

শুক্রবার ঠিক মধ্যরাতে সূচনা হতে চলেছে স্বাধীন ভারতের বৃহত্তম কর সংস্কার - দেশ জুড়ে অভিন্ন পণ্য-পরিষেবা কর। কিন্তু তাড়াহুড়ো করে এই কর চালু করবার প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করল প্রায় সব বিরোধী দল। অন্য দিকে, ব্যবসায়ীদের একটা বড় অংশই নতুন কর ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। এঁরা অনেকেই স্রেফ নগদে লেনদেনে অভ্যস্ত। নতুন করে কমপিউটারের ব্যবহার শেখা ও প্রতিটি কেনা-বেচা কমপিউটারে নথিভুক্ত করা এঁদের পক্ষে দুরুহ বিষয়। কেউ-বা এত দিন কর দিতেই অভ্যস্ত নন বলে অজানার ভয়ে সিঁটিয়ে রয়েছেন।

শুক্রবার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ডাকে সারা দেশে অধিকাংশ বাজার বন্ধ রইল। বিজেপি-ঘনিষ্ঠ সংগঠনগুলিও ধর্মঘট করল। আর, ক্রেতারা এখনও ধাতস্থ নন কোন কোন সামগ্রী সস্তা হবে, কোনগুলিই বা দামী। তবে দাম বাড়ছে সন্দেশ-রসগোল্লা বা সিঙাড়া-কচুরি থেকে চকোলেটও। দাম বাড়ছে কিছু কিছু সিনেমার টিকিটের ক্ষেত্রেও।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট