গত দু’দিনের নেপাল সফরের শেষ দিনে, এক নাগরিক সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষনা করেছেন উন্নয়নের বেসক্যাম্প থেকে নেপালকে এভারেস্টের চুড়োয় পৌঁছে দিতে শেরপার ভূমিকা পালন করবে ভারত।
নাগরিক সভায় নরেন্দ্র মোদী বলেন , যুদ্ধ থেকে বুদ্ধ, বুলেটে থেকে ব্যালট— লম্বা পথ হেঁটে এসেছে নেপাল। ‘‘কিন্তু গন্তব্য আরও দূরে। আরও অনেক পথ যেতে হবে।’’ তার পরেই পর্বতারোহণের সঙ্গে তুলনা টেনে নরেন্দ্র মোদী বলেন, ‘‘আপনারা এভারেস্টের বেসক্যাম্প অবধি এসেছেন। আসল আরোহণ এখনও বাকি। শৃঙ্গে পৌঁছতে শেরপারা যে ভাবে আরোহীদের সাহায্য করেন, ভারত সেই ভাবে নেপালের জন্য শেরপার ভূমিকা পালন করবে।’’ দেশের ওয়াকিবহাল মহলের অভিমত- নরেন্দ্র মোদীর এই বার্তা ভারত-নেপাল সম্পর্কের এই পর্বে বিশেষ তাৎপর্যের। কারণ কিছু দিন আগেই নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ভারতে ঘুরেও যান, এবং তার পরই ভারতের প্রধান মন্ত্রীর এই নেপাল সফর। কূটনৈতিক দিক থেকে এই সফর ফলপ্রসূ হয়েছে বলেই মনে করছে ভারত। ভারতের বিদেশসচিব বিজয় কেশব গোখলে জানিয়েছেন পরপর এই দুই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে খুবই সদর্থক দিকে এগিয়ে নিয়ে গেল। তাঁর দাবি, কেপি শর্মা ওলি প্রতিশ্রুতি দিয়েছেন, নেপালের মাটি কখনওই ভারত-বিরোধী কাজে ব্যবহার হবে না।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট