নবনিযুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভারত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

নবনিযুক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ভারত গড়ে তোলার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মন থেকে ভয় দূর করার আহ্বান জানিয়েছেন।

ভারতের নতুন সরকার গঠনের দাবি জানিয়ে নরেন্দ্র মোদী গতকাল রাতে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতি তাঁকে প্রধানমন্ত্রী নিযুক্ত করে সরকার গড়তে বলেছেন। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে মোদী কাল রাতেই সংসদ ভবনে যান। সেখানে এনডিএ জোটের নব নির্বাচিত ৩৫২ জন লোকসভা সদস্যের সামনে তিনি বলেন, দেশের জনগণ আমাদের বিপুল ভোটে জয়ী করে বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। এখন আমাদের সকলকে নিয়ে নতুন এক ভারত গড়ে তোলার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মন থেকে ভয় দূর করার জন্য কাজ করতে হবে।

দেড় ঘন্টার বক্তৃতায় মোদী বলেছেন, যাঁরা আমাদের ভোট দিয়েছেন আর যাঁরা দেননি, তাঁদের সকলকে এই কর্মযজ্ঞে সামিল করতে হবে। সকলের বিশ্বাস অর্জন করতে হবে। এই একই সংকল্প তিনি রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছেও ঘোষণা করে এসেছেন।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট