বিজেপির বিজয়মিছিল ঘিরে ধুন্ধমার কাণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। পুলিসি ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের বিজয় মিছিল নিয়ে ।
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সামনেই পুলিসের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন বিজেপি কর্মী, সমর্থকরা। এরপরই লাঠিচার্জ করে পুলিস। লাঠির ঘায়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি করারও অভিযোগ উঠেছে বিজেপি কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। সব মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি।বিজেপির মিছিল ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল গঙ্গারামপুরের বুনিয়াদপুরে। মিছিল আটকাতে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিস। কিন্তু দিলীপ ঘোষ পৌঁছাতেই পাল্টে যায় পরিস্থিতি। মিছিল আটকানোর চেষ্টা করে পুলিস। কিন্তু, পুলিসের কোনও আপত্তি গ্রাহ্য করেননি দিলীপ ঘোষ। পুলিসি বাধা অতিক্রম করে মিছিল নিয়ে এগিয়ে যান বিজেপি রাজ্য সভাপতি। আর তখনই চরমে পৌঁছায় উত্তেজনা।বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিস দিলীপ ঘোষের সামনেই তাঁদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। লাঠির ঘায়ে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী, সমর্থক। পাল্টা পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগও উঠেছে। দুপক্ষের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়।উল্লেখ করা যেতে পারে গত দুদিন আগেই, পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার কলকাতা শহরতলিরর নিমতায় নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যে বিজেপিকে আর কোনও বিজয়মিছিলের অনুমতি দেওয়া হবে না।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট