পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে বিজেপি

দিন কয়েক আগেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে বিজেপি। সে দাবি রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পেশও করেছে। কিন্তু দাবি পেশ মানেই কি দাবি পূরণ? বিজেপি কি ধরেই নিল যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছেই? বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের মন্তব্য কিন্তু তেমন ইঙ্গিতই দিচ্ছে। পশ্চিমবঙ্গে ৩৫৬ জারি হচ্ছে ধরে নিয়েই রণকৌশল সাজাচ্ছে বিজেপি, কৈলাসের মন্তব্যের অর্থ অন্তত তেমনই হয়। তৃণমূলের একাধিক বিধায়ক, সাংসদ, এমনকি মন্ত্রীও বিজেপিতে যোগ দিতে চাইছেন, যোগাযোগ রাখছেন, দাবি কৈলাস বিজয়বর্গীয়ের। পুলিশ দিয়ে খুন করানো হতে পারে বা ভুয়ো মামলায় ফাঁসানো হতে পারে, এই ভয়ে অনেকে বিজেপিতে যোগ দিতে পারছেন না, মন্তব্য অমিত শাহ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ওই নেতার।

পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া মাত্রই তৃণমূলের ওই নেতা-মন্ত্রীরা বিজেপিতে যোগদান করবেন, এমন কথাও তিনি বললেন। গত মঙ্গলবার এই কৈলাসের নেতৃত্বেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিল পাঁচ সদস্যের বিজেপি প্রতিনিধিদল। হেমতাবাদের বিধায়কের রহস্যমৃত্যুর সিবিআই তদন্ত এবং বাংলায় ৩৫৬ জারির দাবি জানিয়েছিল। তাই বাংলার সংবাদমাধ্যমে কৈলাসের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট