কাশ্মীরের সোপিয়ানের বাদিপুরা গ্রামে সেনার সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে পাঁচ জঙ্গি। এদের মধ্যে একজন কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মহম্মদ রফি ভাট। সমাজবিদ্যা বিভাগের এই অধ্যাপক অধ্যাপনা ছেড়ে হিজবুলে যোগ দিতে গিয়েছিলেন বলে খবর।
এছাড়াও এনকাউন্টারে মারা গিয়েছে হিজবুল মুজাহিদিন কম্যান্ডার সাদ্দাম পদ্দার। সাদ্দাম আবার মৃত হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির ঘনিষ্ঠ ছিল। সংঘর্ষে দুই জওয়ানও আহত হয়েছেন। নিরাপত্তার কথা মাথায় রেখে এলাকায় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন।মহম্মদ রফি ভাটের বাড়ি গান্দরবাল গ্রামে। গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। জানা যায়, তিনি হিজবুলে যোগ দিতে গিয়েছেন।
পুলিশ প্রশাসন জানিয়েছে, জৈনপুরা এলাকার বড়ীগাম গ্রামে জঙ্গিরা ঘাপটি মেরে ছিল বলে খবর। এরপরই আজই ভারতীয় সময় সকালে সেনা গোটা এলাকা ঘিরে ফেলে, এবং তখনই সেনার সংগে এনকাউন্টারে নিহত হন পাঁচ জঙ্গি।
Your browser doesn’t support HTML5
কলকাতা থেকে পরমাশিষ ঘোষরায়ের রিপোর্ট