ভারতীয় রেল নিরাপত্তা জোরদার করতে বিমানবন্দরের মতো ব্যবস্থা নিচ্ছে

ভারতীয় রেল দেশের ২০২টি গুরুত্বপূর্ণ রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করতে বিমানবন্দরের মতো ব্যবস্থা নিচ্ছে।

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর, আর কিছু দিনের মধ্যেই রেলযাত্রীদের মালপত্র পরীক্ষার জন্য ট্রেন ছাড়ার অন্তত ১৫ মিনিট আগে স্টেশনে আসতে হবে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, আসন্ন কুম্ভ মেলা বা গঙ্গাসাগর মেলার মতো ধর্মীয় সমাগমে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তার উপর আগামী ২৬শে জানুয়ারি রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রা। তার জন্য প্রতি বছরই বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়। এবারও হবে।

কেন্দ্রীয় রেল নিরাপত্তা বাহিনী আরপিএফ-এর ডিরেক্টর অরুণ কুমার জানিয়েছেন, ইতিমধ্যে উত্তরপ্রদেশের এলাহাবাদ বা প্রয়াগরাজ ও কর্ণাটকের হুবলি স্টেশনে ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম চালু হয় গিয়েছে। আরও ২০০টি গুরুত্বপূর্ণ স্টেশনের ব্লু প্রিন্ট তৈরি। ক্রমশ সেগুলোকে এর আওতায় আনা হবে। অরুণ কুমার বলেন, প্রতিটি স্টেশনে মেন গেট দিয়ে ঢোকার সময় বিমান বন্দরের মতো যাত্রীদের সিকিউরিটি চেক করা হবে। আর মালপত্র যাবে স্ক্যানারের মধ্য দিয়ে। এছাড়া ট্রেনেও যাত্রীদের লাগেজ পরীক্ষা করতে পারে আরপিএফ। এই সব করতে সময় লাগে। তার জন্য ট্রেন ছাড়তে যাতে দেরি না হয়, তাই যাত্রীদের অন্তত ১৫-২০ মিনিট সময় হাতে নিয়ে স্টেশনে আসতে বলা হচ্ছে। দেরি করে এলে আর ট্রেনে ওঠা যাবে না।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট