পশ্চিমবঙ্গে রাজ্য সম্মেলনে বামফ্রন্ট দলের রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

গত শতকের ৬০-৭০-এর দশকে তখনকার শীর্ষ নেতা প্রমোদ দাশগুপ্ত পশ্চিমবঙ্গে নেতৃত্বে বসিয়ে দেন বিমান বসু, বুদ্ধদেব দাশগুপ্ত, শ্যামল চক্রবর্তী ও অনিল বিশ্বাসের মত তরুণদের। সেই প্রজন্মের অনেকেই বয়সের কারণে সক্রিয় নন, কেউ-বা অসুস্থ ও মৃত। নির্বাচনের পর নির্বাচনে দল খারাপ ফল করছে, কর্মীরা দল ছেড়ে চলে যাচ্ছেন ভয়ে ও হতাশায়। এই পরিস্থিতিতে দলের রাজ্য সম্মেলনে এই বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানত ভগ্ন স্বাস্থ্যের জন্য দলের নতুন কমিটিতে আর থাকছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু ৭৫ পেরিয়েও ভাল স্বাস্থ্যের জোরে রাজ্য কমিটিতে রয়ে যাচ্ছেন বামফ্রন্ট চেয়ারম্যান ৭৭ বছর বয়সী বিমান বসু। সিদ্ধান্ত, বয়স ৭৫ পেরোলে সাধারণভাবে নেতারা আর রাজ্য কমিটিতে থাকবেন না। নতুন কমিটিতে তাঁরাই সংখ্যাগুরু যাঁরা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে নির্বাচনের লড়বার সমর্থক, বা, দলের সম্পাদক সীতারাম ইয়েচুরিপন্থী।

Your browser doesn’t support HTML5

কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট